Resilient Urban and Territorial Development Project (RUTDP) প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌরসভার ১৭.০২ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। গত ইং ১২/১১/২০২৫ তারিখ রোজ বুধবার বেলা ১০.৩০ ঘটিকায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট Resilient Urban and Territorial Development Project (RUTDP) তথা ‘‘স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের’’ অর্থায়নে ১৭ কোটি ০২ লক্ষ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজার শহীদ হাসান চত্বর ফেরীঘাট রোড হতে ইসলাম পাড়া বটতলা হয়ে হাজরাহাটি নতুন ব্রিজ পর্যন্ত ৬.৫৮ কিঃ মিঃ রাস্তা উন্নয়ন ও ৩.৪৫ কিঃ মিঃ ড্রেন নির্মাণ এবং ১৪৭টি সড়ক বাতি পোল স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বাধন করেন সম্মানিত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জনাব শারমিন আক্তার, প্রশাসক, চুয়াডাঙ্গা পৌরসভা, এম. সাইফুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুয়াডাঙ্গা পৌরসভা, জনাব মোঃ সিরাজুল ইসলাম মনি, সভাপতি পৌর বিএনপি, চুয়াডাঙ্গা, জনাব মোঃ মুক্তার আলী, বিএনপি নেতা, চুয়াডাঙ্গা, জনাব মোঃ কুদ্দুস মহলদার, বিএনপি নেতা, চুয়াডাঙ্গা, পৌরসভার সাবেক ০৫নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মুন্সি আলাউদ্দিন আহম্মেদ, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব এস এম রেজাউল করিম, সহকারী প্রকৌশলী জনাব মোঃ হাফিজুর রহমান কাওছার, সমাজ উন্নয়ণ কর্মকর্তা জনাব কে এম আব্দুন সবুর খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিছুজ্জামান, আরইউটিডিপি প্রকল্পের সহকারী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার জনাব মোহাঃ মাহফুজুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোহাঃ নাঈম জাহাঙ্গীর, কার্যসহকারী মোহাঃ আব্দুল রাকিব, পৌরসভা কার্যসহকারী মোঃ ও সোহেল রানা, ঠিকাদারী প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড, প্রো: রাজনরো লাল ত্রিপুরা, “৭১, মিলনপুর, খাগারছড়ি সদর, খাগড়ছড়ি, বাংলাদেশ এর স্থানীয় প্রতিনিধি জনাব মোঃ আবু জাফর মন্টু ও মোঃ রাফাতুল্লা মহলদার, জামসেদুজ্জামান তুহিন, লাবিব, মোঃ মুজাব মিয়া, এলাকার নাগরিক ও সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি। জেলা প্রশাসক উপস্থিত প্রকল্পে সংশ্লিষ্ট সকলকে কাজের গুণগত মান রেখে বাস্তবায়ন ও এলাকাবাসীকে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগীতার করার জন্য আহবান জানান। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনা করে মহান আল্লাহ দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পৌরসভা জামে মসজিদের খতিব মুফতি মোঃ হোসাইন আহমাদ।

Posted on November 18th, 2025